অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে সদর উপজেলার ঘাটুরা থেকে রোজিনা বেগম নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোনালী আহমেদকে আটক করেছে পুলিশ। তিনি জেলার নাসিরগর উপজেলার পূর্বভাগ গ্রামের শহিদ মিয়ার ছেলে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, শুক্রবার রাতে ঘাটুরা এলাকার ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে রোজিনা ও সোনালীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রোজিনাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে সোনালী।
ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় সোনালীকে আটক করেছে পুলিশ। গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























