অাকাশ জাতীয় ডেস্ক:
মাত্র ৩৫ টাকার জন্য নিহত হয়েছেন বাগেরহাটের এক চা বিক্রেতা। পাওনা টাকা দাবি করায় টাকার বদলে বাঁশের আঘাত জুটেছে তার কপালে। ঘটনাটি ঘটেছে জেলার ফকিরহাট উপজেলার সিংগাতি গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার পাওনা ৩৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে সিংগাতি গ্রামের তাজউদ্দিন মোড়ল ও সজল শেখের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সজল শেখ বাঁশ দিয়ে তাজউদ্দিনের মাথায় আঘাত করেন।
এরপর তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংগাতি মোড়ে চা বিক্রেতা তাজউদ্দিন মোড়ল একই গ্রামের সজল শেখের কাছে পাওনা ৩৫ টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সজল শেখ বাঁশ দিয়ে তাজউদ্দিনের মাথায় জোরে আঘাত করেন। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 




















