অাকাশ জাতীয় ডেস্ক:
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ২৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোনার বারগুলো পাচারকারীদের দেহে বিশেষ কায়দায় রাখা ছিল। আটকরা হলেন ইমরান হোসেন ও বিল্লাল হোসেন। তাদের বাড়ি বেনাপোলের পুটখালি সীমান্তের বালুন্ডা গ্রামে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন ও বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে চার কেজি ওজনের ২৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা এসব সোনার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা বলে বিজিবি জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























