অাকাশ জাতীয় ডেস্ক:
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে শহরের ক্যান্টনমেন্টের পাশে কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
ক্যান্টনমেন্টের সমানে সেগুন বাগিচা এলাকায় দুটি পৃথক স্থানে জলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটায় জড়িত মো. সোলেমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে জড়িত অন্যরা আগেই পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং এই কার্যক্রম চলবে।
আকাশ নিউজ ডেস্ক 























