অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারে অস্ত্র ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিটু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বর্ষিজোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু মিয়া চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ, এসআই নুরুল ইসলাম ও মাহফুজুর রহমানসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে টিটু মিয়াকে গ্রেপ্তার করে।
ওসি সোহেল আহম্মদ জানান, তিনি দীর্ঘদিন ধরে পালতক ছিলেন। তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























