ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

বগুড়ায় সাবেক সেনা সার্জেন্ট হত্যার রহস্য উদঘাটন

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫) খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সাথে ওই খুনের ঘটনায় জড়িত আসামি লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৩০ নভেম্বর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সম্রাটকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুসারে পুলিশ ওই ঘটনায় অংশ নেয়া আরও তিনজনকে আটক করে। তারা হলেন শাকপালা এলাকার জিয়াউল হকের ছেলে রাকিব (২৫), একই এলাকার আব্দুল হালিম বগা এবং রবিউল। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছেন এর বিস্তারিত বিবরণ দেন।

শুক্রবার দিবাগত রাত দুটার দিকে শাজাহানপুর থানা পুলিশের একটি দল রাকিব এবং বগাকে নিয়ে আলামত উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান করা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রাকিব এবং বগা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গোলাগুলির মধ্যে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশের তৎপরতায় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে পুলিশ দ্রুত রাকিব এবং বগাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। তারা এখন পুলিশ প্রহরায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল এবং রশিদ আঘাতপ্রাপ্ত হয়, তারা বর্তমানে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

রাকিব এবং বগা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত এবং শাকপালার আমিনুল খুনসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি গুলির খোসা এবং একটি চাকু উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে অবসরকালীন ছুটিতে ছিলেন। বুধবার ভোররাতে বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় খুনের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র নির্লজ্জ, ‘ঘৃণ্য অপরাধী’ : উত্তর কোরিয়া

বগুড়ায় সাবেক সেনা সার্জেন্ট হত্যার রহস্য উদঘাটন

আপডেট সময় ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫) খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সাথে ওই খুনের ঘটনায় জড়িত আসামি লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৩০ নভেম্বর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সম্রাটকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুসারে পুলিশ ওই ঘটনায় অংশ নেয়া আরও তিনজনকে আটক করে। তারা হলেন শাকপালা এলাকার জিয়াউল হকের ছেলে রাকিব (২৫), একই এলাকার আব্দুল হালিম বগা এবং রবিউল। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছেন এর বিস্তারিত বিবরণ দেন।

শুক্রবার দিবাগত রাত দুটার দিকে শাজাহানপুর থানা পুলিশের একটি দল রাকিব এবং বগাকে নিয়ে আলামত উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান করা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রাকিব এবং বগা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গোলাগুলির মধ্যে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশের তৎপরতায় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে পুলিশ দ্রুত রাকিব এবং বগাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। তারা এখন পুলিশ প্রহরায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল এবং রশিদ আঘাতপ্রাপ্ত হয়, তারা বর্তমানে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

রাকিব এবং বগা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত এবং শাকপালার আমিনুল খুনসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি গুলির খোসা এবং একটি চাকু উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে অবসরকালীন ছুটিতে ছিলেন। বুধবার ভোররাতে বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় খুনের ঘটনা ঘটে।