ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

বগুড়ায় সাবেক সেনা সার্জেন্ট হত্যার রহস্য উদঘাটন

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫) খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সাথে ওই খুনের ঘটনায় জড়িত আসামি লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৩০ নভেম্বর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সম্রাটকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুসারে পুলিশ ওই ঘটনায় অংশ নেয়া আরও তিনজনকে আটক করে। তারা হলেন শাকপালা এলাকার জিয়াউল হকের ছেলে রাকিব (২৫), একই এলাকার আব্দুল হালিম বগা এবং রবিউল। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছেন এর বিস্তারিত বিবরণ দেন।

শুক্রবার দিবাগত রাত দুটার দিকে শাজাহানপুর থানা পুলিশের একটি দল রাকিব এবং বগাকে নিয়ে আলামত উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান করা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রাকিব এবং বগা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গোলাগুলির মধ্যে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশের তৎপরতায় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে পুলিশ দ্রুত রাকিব এবং বগাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। তারা এখন পুলিশ প্রহরায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল এবং রশিদ আঘাতপ্রাপ্ত হয়, তারা বর্তমানে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

রাকিব এবং বগা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত এবং শাকপালার আমিনুল খুনসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি গুলির খোসা এবং একটি চাকু উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে অবসরকালীন ছুটিতে ছিলেন। বুধবার ভোররাতে বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় খুনের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বগুড়ায় সাবেক সেনা সার্জেন্ট হত্যার রহস্য উদঘাটন

আপডেট সময় ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫) খুনের রহস্য উদ্ঘাটন করা হয়েছে। সেই সাথে ওই খুনের ঘটনায় জড়িত আসামি লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৩০ নভেম্বর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে লাল মিয়া ওরফে বিষু ওরফে সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সম্রাটকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুসারে পুলিশ ওই ঘটনায় অংশ নেয়া আরও তিনজনকে আটক করে। তারা হলেন শাকপালা এলাকার জিয়াউল হকের ছেলে রাকিব (২৫), একই এলাকার আব্দুল হালিম বগা এবং রবিউল। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা ঘটানোর কথা স্বীকার করেন এবং কীভাবে ঘটনা ঘটিয়েছেন এর বিস্তারিত বিবরণ দেন।

শুক্রবার দিবাগত রাত দুটার দিকে শাজাহানপুর থানা পুলিশের একটি দল রাকিব এবং বগাকে নিয়ে আলামত উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান করা তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রাকিব এবং বগা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গোলাগুলির মধ্যে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশের তৎপরতায় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলে পুলিশ দ্রুত রাকিব এবং বগাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। তারা এখন পুলিশ প্রহরায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশের এএসআই তাহের, কনস্টেবল রেজাউল এবং রশিদ আঘাতপ্রাপ্ত হয়, তারা বর্তমানে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

রাকিব এবং বগা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত এবং শাকপালার আমিনুল খুনসহ একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি গুলির খোসা এবং একটি চাকু উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাতে বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শফিকুল ইসলাম (৪৫)। তিনি বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে অবসরকালীন ছুটিতে ছিলেন। বুধবার ভোররাতে বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় খুনের ঘটনা ঘটে।