অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক গৃহবধূ। তার নাম মাজেদা খাতুন (৪৫)। এ ঘটনায় নিহতের স্বামী ও জামাতা আহত হয়েছেন।
কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন সড়কে রবিবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মোটরসাইকেলে চালক জামাতা রাকিব ও স্বামী জাহাঙ্গীর মৃধা।
আহত রাকিব জানান, তিনি শ্বশুর-শাশুড়িকে নিয়ে কড়ইবাড়িয়া গ্রামের এক রোগী দেখে নিজ গ্রামের বাড়ি বালিয়াতলীর মুছুল্লীয়াবাদ গ্রামে ফিরছিলেন। পাওয়ার হাউস সড়ক দিয়ে সদর সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সামনে পড়লে ব্রেক কষেন তিনি। এসময় পেছন থেকে ছিটকে পড়েন মাজেদা। পরে পিকআপটি তাকে পিষ্ট করে চলে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























