অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় রুহুল আমিন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল আমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনিয়মিত পরীক্ষার্থী মো. নজরুল ইসলামের বদলে পরীক্ষা দিতে আসেন।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে রুহুল আমিনকে সন্দেহ হয়। পরে কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে কারাদণ্ড দেন।
আকাশ নিউজ ডেস্ক 
























