অাকাশ জাতীয় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলির মধ্যচরে জঙ্গি আস্তানায় নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা নিহতরা বোমা বিস্ফোরণে মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, নিহত তিন জঙ্গির নাম ও ঠিকানা না পাওয়ায় তাদের লাশ হস্তান্তর করা যায়নি। রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিতের জন্য তারা খোঁজখবর নেয়া শুরু করেছেন।
তিনি আরো জানান, সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল এবং নিহতদের আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় র্যারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























