অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুরে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। তার নাম মনোয়ারুল ইসলাম মিলন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নব গ্রামের আব্দুল মজিদের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পলিশের ওসি আবুল বাশার দৈনিক আকাশকে জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে রংপুরগামী দুটি মাল বোঝাই ট্রাক ঢাকা রংপুর মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছলে পেছনের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























