অাকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হচ্ছেন উপজেলার সুখারী গ্রামের জামাল উদ্দিন সরকারের স্ত্রী ও একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে রুমা আক্তার (৩৫)।
এর আগে ২০০৭ সালের ৭ নভেম্বর জামাল উদ্দিন তার ছোটভাই জালাল উদ্দিনের স্ত্রী জহুরা খাতুনকে হত্যা করে থানায় এসে আত্মসর্মপণ করেছিলেন। ওই হত্যা মামলায় কয়েক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন জামাল উদ্দিন।
সোমবার রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে স্ত্রীকে খুন করার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে থানায় এসে হত্যার দায় স্বীকার করেন স্বামী। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) এটিএম মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপপরিদর্শক জানান, জামাল উদ্দিনের সাথে স্ত্রী রুমার প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। গতকাল রাতে মশার কয়েল নিয়ে তর্ক হয় দুইজনের মধ্যে। এর জেরে রাতে ঘরের মধ্যে রুমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন জামাল উদ্দিন। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক।
আকাশ নিউজ ডেস্ক 
























