ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

নীলফামারীতে কাজ ফেলে পালালেন ঠিকাদার

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে ক্ষতিগ্রস্থ সড়কের কাজ সম্পন্ন না করে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জরাজীর্ণ সড়কে এখন বাস চলাচল বন্ধ রয়েছে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন মেরামতের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার ভাদুরদরগাঁ হয়ে ডিমরা উপজেলা শহরের বাজার পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক প্রধান সড়কের।

এতে ওই সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বাসযাত্রী এবং অন্যান্য যানবাহনের চালকরা। এখানে চলাচলের একমাত্র মাধ্যম এখন অটোবাইক। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে ১৫ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক সড়কটি মেরামতের কাজ পেয়েছিল মেসার্স মাসুমা বেগম এন্টারপ্রাইজ। কাজ অসম্পÍ রেখে চলে যাওয়ায় ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রমতে, সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে কাজটি স্মপন্ন করার জন্য ২০১৫ সালের ১০ ডিসেম্বর রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগমকে কার‌্যাদেশ দেওয়া হয়্ কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে। কিন্তু কাজের পরিধি বাড়ায় বরাদ্দ বাড়িয়ে ৮ কোটি ৩২ লাখ টাকা করে কাজটি সম্পাদনের জন্য সময়সীমা দেওয়া হয় চলতি বছরের জুন মাস পর্যন্ত।

রোববার সরেজমিনে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি টুনিরহাট হতে ডিমরা উপজেরা পোস্ট অফিস মোড় পর্যন্ত ১২ ফিট প্রস্থ্যের ৫ কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত করে। কিন্ত হঠাৎ করে কোন কিছু না জানিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন বাকি ১০ কিলোমিটার ভাদুরদরগাঁ পর্যন্ত ১৮ ফিট প্রস্থ্যের সড়কটি আর কাজ শুরু হয়নি। ফলে নাজেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। প্রতিদিন ঘটছে ছোট বড় নানা ধরনের দূর্ঘটনা।

স্থানীয়রা জানান, রংপুর ডিমলার প্রধান রাস্তার কারণে বাধ্য হয়ে ২০ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় যেতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে পালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, গর্ভবতী কোন নারীকে নিয়ে রংপুরে সিজার করার জন্য এই রাস্তা দিয়ে গেলে ডাক্তারতে টাকা দিতে হবে না। রাস্তায় সন্তান প্রসব হয়ে যাবে।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। ফলে সড়কটিতে আরও খানাখন্দ তৈরি হয়ে বেহাল দশায় পড়েছে। এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নতুন করে টেন্ডার (দরপত্র) আহ্বানের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

নীলফামারীতে কাজ ফেলে পালালেন ঠিকাদার

আপডেট সময় ০৩:২৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীতে ক্ষতিগ্রস্থ সড়কের কাজ সম্পন্ন না করে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জরাজীর্ণ সড়কে এখন বাস চলাচল বন্ধ রয়েছে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন মেরামতের অভাবে বেহাল দশা দেখা দিয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার ভাদুরদরগাঁ হয়ে ডিমরা উপজেলা শহরের বাজার পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক প্রধান সড়কের।

এতে ওই সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বাসযাত্রী এবং অন্যান্য যানবাহনের চালকরা। এখানে চলাচলের একমাত্র মাধ্যম এখন অটোবাইক। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে ১৫ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক সড়কটি মেরামতের কাজ পেয়েছিল মেসার্স মাসুমা বেগম এন্টারপ্রাইজ। কাজ অসম্পÍ রেখে চলে যাওয়ায় ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রমতে, সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে কাজটি স্মপন্ন করার জন্য ২০১৫ সালের ১০ ডিসেম্বর রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুমা বেগমকে কার‌্যাদেশ দেওয়া হয়্ কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে। কিন্তু কাজের পরিধি বাড়ায় বরাদ্দ বাড়িয়ে ৮ কোটি ৩২ লাখ টাকা করে কাজটি সম্পাদনের জন্য সময়সীমা দেওয়া হয় চলতি বছরের জুন মাস পর্যন্ত।

রোববার সরেজমিনে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি টুনিরহাট হতে ডিমরা উপজেরা পোস্ট অফিস মোড় পর্যন্ত ১২ ফিট প্রস্থ্যের ৫ কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত করে। কিন্ত হঠাৎ করে কোন কিছু না জানিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন বাকি ১০ কিলোমিটার ভাদুরদরগাঁ পর্যন্ত ১৮ ফিট প্রস্থ্যের সড়কটি আর কাজ শুরু হয়নি। ফলে নাজেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। প্রতিদিন ঘটছে ছোট বড় নানা ধরনের দূর্ঘটনা।

স্থানীয়রা জানান, রংপুর ডিমলার প্রধান রাস্তার কারণে বাধ্য হয়ে ২০ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় যেতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে পালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, গর্ভবতী কোন নারীকে নিয়ে রংপুরে সিজার করার জন্য এই রাস্তা দিয়ে গেলে ডাক্তারতে টাকা দিতে হবে না। রাস্তায় সন্তান প্রসব হয়ে যাবে।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। ফলে সড়কটিতে আরও খানাখন্দ তৈরি হয়ে বেহাল দশায় পড়েছে। এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নতুন করে টেন্ডার (দরপত্র) আহ্বানের প্রক্রিয়া চলছে।