অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাগমারায় আঞ্জুয়ারা বেগম এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পারমচমইল গ্রামের মুনসুর রহমানের স্ত্রী। রোববার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাত একটার দিকে গৃহবধূ আঞ্জুয়ারা বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেয়ে তাকে মোহনপুর হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। তবে পথিমধ্যে তিনি মারা যান। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানান তার পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, পরিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
আকাশ নিউজ ডেস্ক 






















