অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৮ উপলক্ষে দু’টি প্যানেলের ভোটযুদ্ধ শুরু হয়েছে। রবিবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল তিনটা পর্যন্ত।
১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের দু’টি প্যানেলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের মোট ভোটার সংখ্যা এক হাজার ২৭০ জন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আহমেদ উল্লাহ পিলু, সদস্য এড. লিয়াকত আলী মোল্লা ও এড. রেজাউল করিম।
আওয়ামী লীগ জোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে কাজী আবু শাহীন, সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী শেখ, সহ-সভাপতি পদে সেখ মোহাম্মদ আলী ও মো. মনজিলুর রহমান মল্লিক, সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন উকিল, লাইব্রেরি সম্পাদক পদে মো. বাবুল হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক পদে আসাদুজ্জামান গাজী মিল্টন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাতজন হলেন, মো. আ. মজিদ, পলাশী মজুমদার, সাহারা ইরানী পিয়া, মো. হাফিজুর রহমান, বিধান চন্দ্র ঘোষ, মো. নাছির উদ্দিন খান ও জাবের।
বিএনপি জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে সেখ নুরুল হাসান রুবা, সহ-সভাপতি পদে সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান (নান্নু), যুগ্ম-সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক পদে এহতেশামুল হক জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. মুনজিল আলী।
কার্যনির্বাহী সদস্য পদের সাত প্রার্থী হলেন, মো. মুনিমুর রহমান নয়ন, হাসিনা আক্তার মুন্নি, মো. আবু ওবায়দা বিপু, মোসাম্মৎ নাজমা আক্তার, আছাদ আলী সরদার, আব্দুস সোবহান সরদার।
আকাশ নিউজ ডেস্ক 
























