অাকাশ জাতীয় ডেস্ক:
ফেনীর ছাগলনাইয়ার কৈয়ারা সীমান্ত থেকে ৬০ লাখ টাকা মূল্যের দুই হাজার বিশ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে বিজিবির হাবিলদার মো. আবুল বাশারের নেতৃত্বে মধুগ্রাম বিওপি’র একটি বিশেষ টহল দল অবৈধভাবে আনা এই শাড়ি কাপড় উদ্ধার করে।এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাপড় ফেলে পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা শাড়ির বাজার মূল্য ৬০ লাখ টাকা।
ফেনীতে বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান ভারতীয় শাড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা শাড়ি শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























