অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদ তীরবর্তী কচুবাড়িয়া বেড়িবাঁধে শনিবার সকালে ইটবোঝাই ট্রলিচাপায় আবু আব্দুল্লাহ্ নামে এক শিশু নিহত হয়েছে।
ওই শিশুটি প্রথমে ট্রলির নিচে পড়লে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ্ উপজেলার কচুবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহীম মুন্সি ও গৃহিনী সেতু বেগমের একমাত্র পুত্র।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রলিটি জব্দ করতে পারলেও চালক ইলিয়াস পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত শিশুটির চাচা রুবেল বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























