অাকাশ জাতীয় ডেস্ক:
পিরোজপুরের কাউখালীতে ইজিবাইক চাপায় আব্দুস সালাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে কাউখালী-ভান্ডারিয়া-ভিটাবাড়িয়া সড়কের হাওলাদার হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চারজন আহত হন। নিহত আব্দুস সালাম উপজেলার শিয়ালকাঠী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় আবদুল হক (৪০), সিদ্দিক হোসেন (৪৫), দুলাল (২৫) এবং চুন্নু (৩৫) আহত হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে কাউখালী-ভান্ডারিয়া-ভিটাবাড়িয়া সড়কের হাওলাদার হাট নামক স্থানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার উপরে সুপারি হাটে কেনাকাটারত লোকজনের উপর উঠে গেলে ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু ঘটে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























