অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এমারসন এমনানগাগওয়া। তিনি শুক্রবার রাজধানী হারারের ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে শপথ গ্রহণ করেন। দেশের সংবিধান সমুন্নত রাখাতে ও সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।
অপরদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের সাবকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মুগাবের পদত্যাগকে তার যুগের অবসান বলে বর্ণনা করছে দেশটির গণমাধ্যম। তার পদত্যাগের পরই রাতারাতি যেন দেশের রাজনৈতিক এবং সাধারণ মানুষের আচরণও বদলে গেছে। অনেক পার্লামেন্ট সদস্য পার্লামেন্টের ভেতরেই চিৎকার করে আনন্দ করতে শুরু করেন। যে দেশটিতে এক সপ্তাহ আগেও বেশিরভাগ বিদেশি সংবাদমাধ্যম ছিল নিষিদ্ধ, সেখানে অনেক নেতাই এখন এসব সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
রবার্ট মুগাবের পদত্যাগের পরই আনন্দ-উল্লাস শুরু হয় পার্লামেন্টে। এমন কি নেচে-গেয়েও আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু ক্ষমতার এই পালাবদলে কি পাল্টাতে চলেছে জিম্বাবুয়ে? সম্ভবত নয়। কারণ সম্ভাব্য নতুন নেতা, এমারসন নানগাওয়া দীর্ঘদিন রবার্ট মুগাবের ক্ষমতার মধ্যেই ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























