অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তানিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে শ্বশুরবাড়ি থেকে তিনি নিখোঁজ হন। তানিয়া খাতুন উপজেলার মোহনপুর বাঙধারা গ্রামের সোহেল রানার স্ত্রী।
নিখোঁজের স্বামী সোহেল জানান, তিনি চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্ত্রী তার নিজ বাড়িতে থাকেন। গত দেড় বছর পূর্বে তাদের বিয়ে হয়েছে। তানিয়া সামান্য মানসিক রোগি বলে তিনি উল্লেখ করেন। তানিয়ার বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নতুনহাট গ্রামে। সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজ করে পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তানিয়ার গায়ের রং ফর্সা, উচ্চতা সাড়ে চার ফিট। নিখোঁজ হওয়ায় সময় তার পরনে ছিল কমলা রঙের থ্রিপিচ। কোন ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে শরীফ- ০১৭২৬২৫৮১৪৮ ও মাইনুল ইসলাম- ০১৭৭৩২১২১৬৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























