অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার একটি মসজিদে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। পুলিশ এএফপিকে এ কথা জানিয়েছে।
আদামাওয়া রাজ্যের রাজধানী ইয়ুলা থেকে দু’শ’ কিলোমিটার দূরে উঙ্গুয়ার শুয়া এলাকার মুবির মদিনা মসজিদে ভোরে এক আত্মঘাতী হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ফজরের নামাজের সময় অন্যান্য নামাজিদের সঙ্গে হামলাকারী মসজিদের ভিতরে প্রবেশ করে ওই বিস্ফোরণটি ঘটিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























