অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মাবুদ হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী মাবুদ হোসেন জানান, প্রতি রাতে ঘরে রাখা আলু নিয়ে যায় ইঁদুর। এতে বিরক্ত হয়ে সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে তারের খোলা অংশ ইঁদুরের গর্তে ঢোকান লাভলী। এ সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন।
পরে লাভলীকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 























