ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

দশ বছর আগের আর এখনকার পুলিশ এক না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দশ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। পুলিশের কথা শুনলেই আমরা আতঙ্কিত হতাম। দূরে সরে দাঁড়াতাম। সেবার জন্যে জনগণের মন জয় করতে পেরেছে। পুলিশ জনগণের আস্থার জায়গায় নিজেদের দাড় করাতে পেরেছে। বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর প্রমাণ স্বরূপ দেশের পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশের মাদক ব্যবসা বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা, জঙ্গি দমনের মতো চ্যালেঞ্জিং কাজ জীবন বাজি রেখে করে চলেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না’ বলে নিজের মত প্রকাশ করে তিনি বলেন, ‘মাদক প্রস্তুত করে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ যখন জঙ্গিবাদ দমনে হিমসিম খাচ্ছে, তখন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে সে জায়গায় পৌঁছাতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন। আজ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ দমনে এগিয়ে আসছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম বেগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী ৫ আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা, ৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, ৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি আক্তার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

দশ বছর আগের আর এখনকার পুলিশ এক না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দশ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। পুলিশের কথা শুনলেই আমরা আতঙ্কিত হতাম। দূরে সরে দাঁড়াতাম। সেবার জন্যে জনগণের মন জয় করতে পেরেছে। পুলিশ জনগণের আস্থার জায়গায় নিজেদের দাড় করাতে পেরেছে। বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর প্রমাণ স্বরূপ দেশের পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশের মাদক ব্যবসা বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা, জঙ্গি দমনের মতো চ্যালেঞ্জিং কাজ জীবন বাজি রেখে করে চলেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না’ বলে নিজের মত প্রকাশ করে তিনি বলেন, ‘মাদক প্রস্তুত করে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ যখন জঙ্গিবাদ দমনে হিমসিম খাচ্ছে, তখন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে সে জায়গায় পৌঁছাতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন। আজ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ দমনে এগিয়ে আসছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম বেগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী ৫ আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা, ৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, ৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি আক্তার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।