অাকাশ জাতীয় ডেস্ক:
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক। তিনি বলেন, আটক আকরাম পল্টন থানার দুই মামলায় গ্রেফতারের পরোয়ানাভুক্ত আসামি।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, দুপুরে দিকে তারেক রহমানের ৫৩তম জন্মদিন জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে বের হন আকরাম। এর পরপরই পুলিশ পল্টন মোড় থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























