ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

ফেসবুকে ভাইরাল ‘তাহসান ও মিথিলার ডিভোর্স’

অাকাশ বিনোদন ডেস্ক:

গুঞ্জন বা গসিপ যাই বলি না কেন, ইস্যুটা কিন্তু নতুন নয়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন। আর গতকাল রাত থেকে ফেসবুকে এই খবরটি আরো বেশি উত্তাপ ছড়ায় এই জুটির ভক্তদের মাঝে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেন ডিভোর্সের ঘটনা নিয়ে। সেই অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু নির্বাচিত স্ট্যাটাসের বাক্য, বানান রীতি হুবহু রেখে প্রিয়.কমের পাঠকদের জন্য প্রকাশ করা হল।

৭ ঘণ্টা আগে তাইফ রহমান ধ্রুব লিখেছেন, “তাহসান মিথিলার” ডিভোর্স হয়েছে. তাদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। তাদের মন চাইছে আলাদা হয়েছে।’

১২ ঘণ্টা আগে সাদিয়া চৌধুরী লিখেছেন, ‘তাহসান- মিথিলার ডিভোর্স Is it true news?? omg can’t blv, এদের মতো কাপলের ডিভোর্স হলে আর কিসের কি Damn it…’

১৭ ঘণ্টা আগে ইশিকা আলবিনা বৃষ্টি লিখেছেন, ‘আমি মানতে পারছি না.. তাহসান মিথিলার ডিভোর্স, সত্যি কি ওদের বিচ্ছেদ ঘটলো…’

১৬ ঘণ্টা আগে প্রিয়া লিখেছেন, ‘আমার আইকন কাপল ছিলেন আপনারা..তাহসান মিথিলার ডিভোর্স এটা মাথায় আনতেই আমার খারাপ লাগছে..সত্যি আমি আমি আপনাদের কাওকেই অন্য কারো সাথে ভাবতেই পারিনা…আমি সত্যিই ভাষা হারাই ফেলছি। আমি মন থেকে চাই এই নিউজটা ভুয়া হোক। আমি চাই আমাদের ফেভ কাপল থেকে আমরা আরো অনেক কিছু শিখতে’

৩ ঘণ্টা আগে লামিশা হায়াত আরশি লিখেছেন, ‘তাহসান মিথিলার নাকি ডিভোর্স হয়ে গেছে..? মানতে পারছিনা..এমন কেন হলো…?’

৪৬ মিনিট আগে সবুজ রয় লিখেছেন, ‘শুনলাম হাজারো, থুক্কু কোটি কোটি নারীর ক্রাশ তাহসান আর মিথিলার ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার নারীকুল ঝাঁপিয়া পড়।’

১২ ঘণ্টা আগে মেহরাজ হাসিব লিখেছেন, ‘তাহসান আর মিথিলার ডিভোর্স হইতাছে !!!!! আচ্ছা ঠিকাছে !’

১৩ ঘণ্টা আগে নূরআলম মাহি লিখেছেন, ‘তাহসান-মিথিলার জুটি ভেঙ্গে গেল। ডিভোর্স হয়ে গেল। মিথিলা ৩০২ ধারা মামলাও করেছে তাহসান এর বিপক্ষে। . . এর চেয়ে খারাপ সংবাদ আর কি হতে পারে,,,,,?’

তবে তাদের ঘনিষ্ট সূত্রে জানা যায়, তারা দুজনই আলাদা থাকছেন বেশ কয়েক মাস ধরে। শুধু তাই নয়, গত ২০১৪ সাল থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত ২১ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজেদের বিচ্ছেদের গুঞ্জন বিষয়ে মিথিলা বলেছিলেন, তাদের সম্পর্কের বিষয় নিয়ে মিডিয়ার মাথা না ঘামালেও চলবে।

মিথিলার বক্তব্য ছিলো, ‘কে কি বললো ওগুলো নিয়ে আমি একদমই ভাবি না। মানুষের কথা শোনার সময় আমার নেই। তারা তো কত কথাই বলবে! আমার লাইফ একটা রুটিনে চলে। আমি আমার কাজ আমি করে যাচ্ছি। আমি শুধু সবাইকে এটাই বলব, আমার যদি কিছু বলার থাকে আমরা সোচ্চার হয়ে সবলভাবে বলব। কেনো লুকোছাপার কিচ্ছু নেই। এ নিয়ে এতো মাথাব্যথার কোনো কারণ নেই। যাদের বিষয়ে কথা হচ্ছে, আমার মনে হয় মাথাব্যথাটা তাদেরই হওয়া উচিত। বাকি মানুষদের এ বিষয়ে চিন্তাভাবনা না করলেও চলবে। তাদের (তাহসান-মিথিলা) যদি কিছু বলার থাকে, যখন সময় হবে তারাই সব বলবে। যখন সময় হবে কি সত্যি না মিথ্যা সেটা সবাই জানতে পারব। আমি এমন একটা মানুষ যে ফেইক একটা লাইফ লিড করতে পারি না। আর কোনো মিথ্যার আশ্রয়ে আমি এমনিতেও থাকব না।

বলে রাখা ভালো, ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

ফেসবুকে ভাইরাল ‘তাহসান ও মিথিলার ডিভোর্স’

আপডেট সময় ০৭:২০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

গুঞ্জন বা গসিপ যাই বলি না কেন, ইস্যুটা কিন্তু নতুন নয়। দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন। আর গতকাল রাত থেকে ফেসবুকে এই খবরটি আরো বেশি উত্তাপ ছড়ায় এই জুটির ভক্তদের মাঝে। অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেন ডিভোর্সের ঘটনা নিয়ে। সেই অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু নির্বাচিত স্ট্যাটাসের বাক্য, বানান রীতি হুবহু রেখে প্রিয়.কমের পাঠকদের জন্য প্রকাশ করা হল।

৭ ঘণ্টা আগে তাইফ রহমান ধ্রুব লিখেছেন, “তাহসান মিথিলার” ডিভোর্স হয়েছে. তাদের চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা। তাদের মন চাইছে আলাদা হয়েছে।’

১২ ঘণ্টা আগে সাদিয়া চৌধুরী লিখেছেন, ‘তাহসান- মিথিলার ডিভোর্স Is it true news?? omg can’t blv, এদের মতো কাপলের ডিভোর্স হলে আর কিসের কি Damn it…’

১৭ ঘণ্টা আগে ইশিকা আলবিনা বৃষ্টি লিখেছেন, ‘আমি মানতে পারছি না.. তাহসান মিথিলার ডিভোর্স, সত্যি কি ওদের বিচ্ছেদ ঘটলো…’

১৬ ঘণ্টা আগে প্রিয়া লিখেছেন, ‘আমার আইকন কাপল ছিলেন আপনারা..তাহসান মিথিলার ডিভোর্স এটা মাথায় আনতেই আমার খারাপ লাগছে..সত্যি আমি আমি আপনাদের কাওকেই অন্য কারো সাথে ভাবতেই পারিনা…আমি সত্যিই ভাষা হারাই ফেলছি। আমি মন থেকে চাই এই নিউজটা ভুয়া হোক। আমি চাই আমাদের ফেভ কাপল থেকে আমরা আরো অনেক কিছু শিখতে’

৩ ঘণ্টা আগে লামিশা হায়াত আরশি লিখেছেন, ‘তাহসান মিথিলার নাকি ডিভোর্স হয়ে গেছে..? মানতে পারছিনা..এমন কেন হলো…?’

৪৬ মিনিট আগে সবুজ রয় লিখেছেন, ‘শুনলাম হাজারো, থুক্কু কোটি কোটি নারীর ক্রাশ তাহসান আর মিথিলার ডিভোর্স হয়ে যাচ্ছে। এবার নারীকুল ঝাঁপিয়া পড়।’

১২ ঘণ্টা আগে মেহরাজ হাসিব লিখেছেন, ‘তাহসান আর মিথিলার ডিভোর্স হইতাছে !!!!! আচ্ছা ঠিকাছে !’

১৩ ঘণ্টা আগে নূরআলম মাহি লিখেছেন, ‘তাহসান-মিথিলার জুটি ভেঙ্গে গেল। ডিভোর্স হয়ে গেল। মিথিলা ৩০২ ধারা মামলাও করেছে তাহসান এর বিপক্ষে। . . এর চেয়ে খারাপ সংবাদ আর কি হতে পারে,,,,,?’

তবে তাদের ঘনিষ্ট সূত্রে জানা যায়, তারা দুজনই আলাদা থাকছেন বেশ কয়েক মাস ধরে। শুধু তাই নয়, গত ২০১৪ সাল থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত ২১ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজেদের বিচ্ছেদের গুঞ্জন বিষয়ে মিথিলা বলেছিলেন, তাদের সম্পর্কের বিষয় নিয়ে মিডিয়ার মাথা না ঘামালেও চলবে।

মিথিলার বক্তব্য ছিলো, ‘কে কি বললো ওগুলো নিয়ে আমি একদমই ভাবি না। মানুষের কথা শোনার সময় আমার নেই। তারা তো কত কথাই বলবে! আমার লাইফ একটা রুটিনে চলে। আমি আমার কাজ আমি করে যাচ্ছি। আমি শুধু সবাইকে এটাই বলব, আমার যদি কিছু বলার থাকে আমরা সোচ্চার হয়ে সবলভাবে বলব। কেনো লুকোছাপার কিচ্ছু নেই। এ নিয়ে এতো মাথাব্যথার কোনো কারণ নেই। যাদের বিষয়ে কথা হচ্ছে, আমার মনে হয় মাথাব্যথাটা তাদেরই হওয়া উচিত। বাকি মানুষদের এ বিষয়ে চিন্তাভাবনা না করলেও চলবে। তাদের (তাহসান-মিথিলা) যদি কিছু বলার থাকে, যখন সময় হবে তারাই সব বলবে। যখন সময় হবে কি সত্যি না মিথ্যা সেটা সবাই জানতে পারব। আমি এমন একটা মানুষ যে ফেইক একটা লাইফ লিড করতে পারি না। আর কোনো মিথ্যার আশ্রয়ে আমি এমনিতেও থাকব না।

বলে রাখা ভালো, ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।