অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতী অভিযোগ করে বলেন, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দলিতদের সম্পর্কে বলতে দেয়া হচ্ছে না এই কারনে নেত্রী মঙ্গলবার সকালেই ইস্তফা দিতে চেয়েছিলেন৷ অবশেষে রাজ্যসভায় সদস্য পদ থেকে মঙ্গলবার সন্ধ্যায় ইস্তফা দিলেন তিনি৷ মেয়াদ শেষের আগেই ইস্তফা দিচ্ছেন মায়াবতী৷
আগামী বছর তার এমপি পদের মেয়াদ শেষ হওয়ার কথা৷ দলিতদের কথা রাজ্যসভায় বলতে দেয়া হচ্ছে না এই অভিযোগে বিক্ষুব্ধ হয়ে তার এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, সাহারানপুরে দলিতের বিরুদ্ধে হওয়া হিংসাত্মক ঘটনা ঘটে তিনি উক্ত বিষয়ে কথা বলতে শুরু করলে তাকে তা সংক্ষিপ্ত করতে বলা হওয়ায় ক্ষুব্ধ হন মায়াবতী৷ তখনই তিনি বলেন, ‘আমাকে কথা বলার অনুমতি না দেয়া হলে আমি পদত্যাগ করব’৷
তিনি সেই বিষয় নিয়ে পার্লামেন্টের বাইরেও প্রশ্ন তোলেন ৷ কেন তাকে কথা বলতে দেয়া হলো না সাহারানপুর ইস্যুতে, সমগ্র ঘটনাকে তিনি অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেন৷ তিনি আরো জানান, যেখানে কোনো বিষয় নিয়ে বলার অনুমতি না থাকলে সেখানে থাকারও কোনো প্রয়োজন নেই৷ এই কারণেই তিনি রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে চান বলে স্পষ্ট জানিয়ে দেন৷
আকাশ নিউজ ডেস্ক 
























