অাকাশ নিউজ ডেস্ক:
কুষ্টিয়ায় সরকারি কলেজ মাঠ থেকে মডেল থানা পুলিশ অজ্ঞাতপরিচয় (১৭) এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তবে এখনও তার নাম-ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সকালে স্থানীয় লোকজন খবর দেয়, সরকারি কলেজ মাঠে এক তরুণীর লাশ পড়ে রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত হাতে পেলেই মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 




















