অাকাশ জাতীয় ডেস্ক:
৮৬ হাজার টাকার জালনোটসহ বরগুনায় সোহেল গাজী নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্ততে শনিবার রাত ১১টার দিকে বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের মোঃ কনু এর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের রোজমহল গ্রামের মৃত লেহাজ উদ্দীন গাজীর ছেলে।
বরগুনার ডিবি পুলিশের ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড় লবনগোলা গ্রামের আবদুল মজিদ এর ছেলে মোঃ কনু এর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কনু পালিয়ে গেলেও সোহেলকে এক হাজার টাকার ৮৬টি জালনোটসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এর আগে ২০১৬ সালে জালনোটসহ গ্রেপ্তার হয়েছিল সোহেল। তখন জেলখানায় কনুর সাথে তার পরিচয় হয়। পরে জেল থেকে বেড়িয়ে কনু এবং সোহেল দু’জনে মিলে পুনরায় জাল টাকার ব্যবসা শুরু করেন। এরপর থেকেই জাল টাকা ছড়িয়ে দেয়ার জন্য তাদের নিয়মিত যোগাযোগ ছিল। আর এ কারণেই শনিবার সোহেল কনুর বাড়িতে যান।
এ বিষয়ে বরগুনা সদর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় সোহলেকে এক নম্বর এবং কনুকে দু’নস্বর আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর কনুকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























