অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
এ বছরের শুরুর দিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন তিনি।ব্রিটেনের প্রথম পুরুষ মা হিসেবে নজির গড়লেন ব্রিটেনের স্কট পার্কার। ১৬ জুন গ্লচেস্টারশায়ার রয়্যাল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। জানা গিয়েছে, জন্মের পরে সম্পূর্ণ সুস্থ রয়েছেন স্কটের কন্যা।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটেনবাসী স্কট বছর কয়েক আগে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হন। নিজের নাম পাল্টে রাখেন হেডেন ক্রস। তবে পুরুষ হওয়ার লড়াইটা খুব একটা সহজ ছিল না হেডেনের। মহিলা হিসাবে জন্মগ্রহণ করলেও রূপান্তরকামী ছিলেন তিনি। বরাবরই পুরুষ হতে চাইতেন। পাশাপাশি আরও একটি ইচ্ছে পোষণ করে রেখেছিলেন মনে। মা হওয়ার ইচ্ছে। পুরুষ হলে সেই ইচ্ছেটা অপূর্ণই রয়ে যেত। তাই রূপান্তরের সময়ে তিনি ন্যাশনাল হেলথ্ সার্ভিস (এনএইচএস)-এর কাছে নিজের ডিম্বানু সংরক্ষণ করে রাখার অনুরোধ জানান। কিন্তু হেডেনের সে অনুরোধ রাখা হয়নি।
এর পর বেশ কিছু সার্জারির মাধ্যমে তিনি পুরুষ হিসেবে নিজের রূপান্তর ঘটান এবং পুরুষের আইনি স্বীকৃতিও পান। তখনও গর্ভে সন্তান ধারণের পরিকল্পনা ছিল তাঁর। এর পর ফেসবুকের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হেডেনের, যিনি স্পার্ম ডোনেট করেন তাঁকে।
ব্রিটেনে এই ঘটনা আগে কোনও দিনই ঘটেনি। প্রথম মেল প্রেগনেন্সি কেস হিসাবে ব্রিটেনের ইতিহাসে নাম লেখা রইল তাঁর।
এ বছরের শুরুর দিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছিলেন হেডেন। সম্প্রতি তাঁর পরিবারের তরফেও জানানো হয়, একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন হেডেন। মেয়ের নাম রেখেছেন ট্রিনিটি লেই। জন্ম শংসাপত্রে মা হিসাবেই রয়েছে হেডেন ক্রসের নাম, তবে উল্লেখ নেই বাবার নামের। আপাতত সন্তান ও হেডেন দুজনেই সুস্থ আছেন বলে জানান হেডেনের পরিবার।
আকাশ নিউজ ডেস্ক 
























