অাকাশ জাতীয় ডেস্ক:
এবার রাজধানীর গুলশান থেকে এক প্রকাশক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। গত সাত নভেম্বর রাজধানীর গুলশান থেকে তানভীর ইয়াসিন করিম নামে এক প্রকাশককে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে,তারা এই বিষয়ে কিছু জানেন না। ঘটনার তিন দিন পরও অপহৃত ব্যক্তির কোন হদিস মেলেনি। ফ্ল্যাট বাড়ি বন্ধ করে লাপাত্তা রয়েছেন তার পরিবার সদস্যরা।
নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, প্রকাশককে নিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী ওই বাসার এক নিরাপত্তাকর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে, সে ব্যাপারে কোন তথ্য নেই কারো কাছে।
নিখোঁজ প্রকাশকের ব্যাপারে কোন জিডি হয়নি গুলশান থানায়। পুলিশ বলছে, তারা কিছুই জানে না। এ ব্যাপারে বাসার লোকজনের আচরনও রহস্যজনক। ওদিকে গত তিন দিনেও প্রকাশক করিমকে আটক বা গ্রেফতারের ব্যাপারে তথ্য প্রকাশ করেনি কোন আইন প্রযোগকারী সংস্থা।
আকাশ নিউজ ডেস্ক 
























