অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত-চীন সীমান্তে চীনা সেনাবাহিনীর চালানো রকেট হামলায় অন্তত ১৫৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। ভারতীয় জওয়ানরা সীমান্তের চীনের অংশ ঢুকে পড়ায় এ হামলা চালানো হয় বলে চীনের সরকারি সংবাদসংস্থাকে উদ্ধৃত করে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।পাকিস্তানের একটি টিভিতে দু’মিনিটের ফুটেজে দেখা গেছে, ভারতীয় সেনাসদস্যদের ওপর রকেট লঞ্চার, গ্রেনেড ও মর্টার হামলা চালাচ্ছে চীনের সেনাবাহিনী।
তবে এই সংবাদ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। এমন ‘ভিত্তিহীন’ খবর প্রচারের কড়া সমালোচনা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে পাকিস্তান। ভারত-চীন সীমান্ত উত্তাপ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান আরও জটিল করে তুলছে দেশটি। এই ইস্যুতে পাকিস্তানকে সতর্কও করেছে ভারত।
এদিকে, দোকা লা লাগোয়া ভারত-চীন সীমান্তে পাহারা জোরদার করেছে দুই দেশ। নাথু লা পাস থেকে ১৫ কিলোমিটার দূরে সশস্ত্র ভারতীয় ও চীনা সেনা সদস্যদের মহড়া উত্তেজনা বাড়াচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















