অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে মো. শাওনকে খুঁটির সঙ্গে রশি দিয়ে হাত বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র শাওনকে নির্যাতনের পর চোর সম্মোধন করে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রভাবশালীরা প্রচার করে।
গতকাল দুপুরে এ ঘটনায় পুলিশ ইমরান নামের একজনকে আটক করার কথা জানালেও রহস্যজনক কারণে গণমাধ্যমের সামনে তাকে হাজির করা হয়নি। একই সঙ্গে ক্যামেরায় পুলিশের কোনো বক্তব্যও নেওয়া যায়নি। জানা যায়, স্থানীয় চর ফলোয়ান গ্রামের মনছুর মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে।
চুরির অপবাদে শিশু কর্মচারীকে নির্যাতন : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের এক মুরগির খামারের শিশু কর্মচারী নয়ন (১২) কে ১০ হাজার টাকা চুরির অপবাদে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে খামার মালিক কবির হোসেনসহ তার সহযোগী অপর তিন জনের নামে সুন্দরগঞ্জ থানায় শিশুটির মা নুরজাহান বেওয়া বাদী হয়ে গতকাল মামলা দায়ের করেছেন বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান। তবে আসামিরা এখন পলাতক। শিশু নয়নের মা নুরজাহান বেওয়া অভিযোগ করেন, বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব-অনটনের কারণে ৫-৬ মাস আগে খামারে কাজ নেয় তার ছেলে।
এরপর চুরির অপবাদে শনিবার সন্ধ্যায় খামারের পেছনে একটি গাছের সঙ্গে দুই হাত বেঁধে নয়নকে মারপিট করে। একপর্যায়ে শিশুটির ডান হাতের আঙ্গুলে পিন ঢুকিয়ে দেয় খামারের মালিক কবির ও তার লোকজন।
তিনি আরো জানান, মারপিট করার পর কবির হোসেনের উঠানে নয়নকে ফেলে রাখা হয়। পরে তিনি অসুস্থ ছেলেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছেলের ওপর এমন অত্যাচার-নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান মা নুরজাহান বেওয়া।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মোড়ল বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নির্যাতনের ফলে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























