অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে শিশু কন্যা ভাতিজী ধর্ষণের পর হত্যা মামলায় চাচা সাইফুল ইসলাম (২০) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। রোববার দুপুরে জনাকীর্ন আদালতে বিজ্ঞ বিচারক, (জেলা দায়রা জজ) মোঃ হেলাল উদ্দিন এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২৩ জানুয়ারি’১৫ সকাল ১০টায় ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়া বেড়িবাধ সংলগ্ন গুচ্ছগ্রামে সিরাজ মিয়ার সাড়ে ৬বছরের কন্যা সুমাইয়া আক্তারকে একা ঘরে পেয়ে আঃ আজিজের ছেলে চাচা সাইফুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনা প্রকাশ করে দিতে পারে এই আশংকায় সাইফুল ওড়না দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ধন্যার সাথে লাশ ঝুলিয়ে রাখে। ঘটনার সময় সুমাইয়ার বাবা দিনমুজুর সিরাজ ৭ মিয়া ও মা মর্জিনা খাতুন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতে বাইরে ছিল। নিহতের মা মর্জিনা খাতুন বিকাল ৫টায় বাসায় ফিরে এসে ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পায়।
আকাশ নিউজ ডেস্ক 
























