অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনায় একটি জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে পড়ে সাহিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে মহানগরীর চাঁনমারী মতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চাঁনমারী মতিয়াখালি এলাকার বাসিন্দা মোরানের মালিকানাধীন জরাজীর্ণ দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন সাহিদা বেগম।
শুক্রবার ভোরবেলা সেই ছাদের একাংশ ভেঙে পড়ে। তখন সাহেদা ঘুমিয়ে ছিলেন। তাঁর বুকের মধ্যে পড়ে ভাঙা ছাদের পলেস্তারা অংশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























