অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ত্রিশাল থেকে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ (২৪) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব ১৪।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংযোগ সড়কের কেরানী বাড়ির মোড়ে পৌছা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিদের কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় একজনকে তার কাধে থাকা একটি ব্যাগসহ গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সদস্য সংগ্রহ করতে গোপন মিশন নিয়ে ত্রিশালে আসে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ। আটক জাহাঙ্গীরের বাড়ি চাদপুর। তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। তার কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























