অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনার তেরখাদায় ধান ভাঙার মেশিনে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শহরে এ দুর্ঘটনা ঘটে বলে তেরখাদা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
মৃত সুপ্রিয়া (১০) স্থানীয় পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সুপ্রিয়া ওই এলাকার কৃষক মোহাম্মদ আলীর মেয়ে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি শফিকুল বলেন, সুপ্রিয়া মায়ের সঙ্গে বাড়ির পাশের মোর্শেদের একটি ধানকলে ধান ভাঙাতে যায়। এ্ এ সশয় মেশিনে ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই সুপ্রিয়ার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























