অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও পীরগঞ্জ সেটেলম্যেন্ট অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ শাহের আলীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ঘুষ ও দুর্নীতির অপরাধে অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী শাহের আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দায়ের করেন দানাজপুর গ্রামের স্থায়ী বাসিন্দা বিনোদ রায়।
তিনি পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউপির দানাজপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি অভিযোগ পত্রে মাঠ পর্চা করে দেওয়ার জন্য নগদ ২০,০০০ টাকা ঘুষ দাবী করেন বলে উল্লেখ করেন।
তিনি টাকা দিতে পারিবেন না মর্মে শাহের আলীকে বললে তিনি জানান টাকা ছাড়া কোন পর্চা দিবেন না। অনেক মিনতি করে ৫০০ টাকা নগদ প্রদান করেও আরো ৫,০০০ টাকা দাবি করেন, নাহলে মাঠ পর্চা দিবেনা বলে বিনোদকে জানান। বিনোদ রায় জানায় দীর্ঘদিন সেটেলম্যেন্ট অফিসে এসেও মাঠ পর্চা না পাওয়াতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন।
তিনি আরো জানান আমার গ্রামে বহু ভুক্তভোগীদের নিকট ঘুষের টাকা গ্রহণ করেছেন। এবিষয়ে ঐ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিষয়টির সুবিচার কামনা করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























