অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তিমের প্রোস্টেট সার্জারি শেষে হাসপাতাল থেকে সোমবার ছাড়া পেয়েছেন। দেশটির সাও পাওলোর সিরিও লাইবেনিস হাসপাতালে তিনি তিন দিন ছিলেন। খবর সিনহুয়া’র।
তিনি শুক্রবার ইউরোনারির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে প্রোস্টেট সার্জারির পর ছাড়া পান। তাকে চিকিৎসকগণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি বুধবার রাজধানী রিও ডি জানেরিওতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিমের দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তার বয়স ৭৭ বছর।
আকাশ নিউজ ডেস্ক 
























