অাকাশ জাতীয় ডেস্ক:
বান্দরবান জেলার থানচি উপজেলায় ৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির শর্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রামের সর্বাধিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎসহ নানাবিধ উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির ধারাবহিকতা বজায় রেখে উন্নতসমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।
সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে প্রতিমন্ত্রী সাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রকল্পসমূহ হল: গণপূর্ত বিভাগের অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে থানচি থানা পুলিশের চারতলা ভবন নির্মাণ, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট থানচি ডরমেটরি ভবন নির্মাণ, স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পরিবার পরিকল্পনা অফিস ভবন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে রেমাক্রী ইউনিয়নে সেচ প্রকল্প এবং থানচি থেকে দুর্গম তিন্দু রেমাক্রী সদর পর্যন্ত যাতায়াতের জন্য ৮টি ইঞ্জিন চালিত নৌকা।
বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সিভিল সার্জন ডা. অং শৈপ্রু মারমা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























