অাকাশ জাতীয় ডেস্ক:
বাগেরহাটের মোংলায় কোষ্টগার্ডের অভিযানে সুন্দরবনের বিরল প্রজাতির তক্ষক ও সীমানা পিলার উদ্ধার করেছে। শুক্রবার ভোরে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মোংলার টহল দল লাউডোপ খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তক্ষক ও সীমানা পিলার উদ্ধার করা করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুলাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাউডোপ খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক ও সীমানা প্রাচীর (ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮১৮) সালের রক্ষিত পিলার পাচার হচ্ছে এমন খবরে অভিযানে যায় কোষ্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা এগুলো রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
কোস্টগার্ডের সদস্যরা তল্লাশী চালিয়ে সেখান থেকে তক্ষক ও সীমানা প্রাচীর উদ্ধার করে ডাংমারী ফরেস্ট অফিসে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করে। বনরক্ষীরা উদ্ধারকৃত তক্ষকটি কোষ্টগার্ডের উপস্থিতিতে সুন্দরবনে ছেড়ে দেয়।
সীমানা প্রাচীরটি মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তিনি আরও জানান, একটি মহল নিজ স্বার্থ হাসিলের জন্য বন্যপ্রাণি ও দেশীয় সম্পদ চোরাকারবারীর মাধ্যমে পাচার করে আসছে। তাই চোরাচালানী বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 
























