অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ডেমরায় একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটন্টি ঘটে। সোমবার ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধকৃতরা হলেন-মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসা (৩৫), ছেলে ঈমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)।
ভুক্তভোগীরা জানান, রোববার দিবাগত রাত ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় সন্তানদের চিৎকারে ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে কেউ কিছুই জানাতে পারেননি।
দগ্ধ সাতজনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। দুই মাস আগে তারা দ্বিতীয় তলার বাসায় ভাড়ায় উঠেছেন। আলমগীর পেশায় একজন গাড়ি চালক।
আকাশ নিউজ ডেস্ক 

























