অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর কদমতলীর রায়েরবাগ মেরাজনগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব খান (৪৫) নামে এক খেলনা বিক্রেতার মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মোতালেব খান পটুয়াখালী সদর উপজেলার সৌলা গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি ফেরি করে খেলনা বিক্রি করতেন।
তিনি আরো জানান, দুপুরে বাসার সামনে জিআই তারে কাপড় শুকাতে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























