অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হচ্ছে- মো. সালাউদ্দিন (৩৯), মো. শামসুল আলম (৩৮), ফরিদ আহাম্মেদ স্বপন (৩৫), মো. জামাল হোসেন (৫৫) ও নুর ইসলাম (৪৬)।
র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাব-১০ এর একটি দল ফাঁদ পেতে টিকাটুলিসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মালয়েশিয়াগামী যাত্রীর ছিনতাইকৃত পাসপোর্টসহ ৭টি পাসপোর্ট ও জিম্মি করে আদায়কৃত ব্যাংক চেক জব্দ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























