অাকাশ জাতীয় ডেস্ক:
‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সমানে রেখে সারা দেশের সাথে যশোরেও উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। রোববার বাংলাদশে রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর অফিসের উদ্যোগে প্রচার শোভাযাত্রা, আলোচনা ও চালকদের প্রশিক্ষণের মাধ্যমে এ দিবস উদযাপিত হয়।
এ দিন সকালে কালেক্টরেট চত্ত্বরে প্রচার শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে এসে শেষ হয়।
এরপর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ পরিদর্শক (মোটরযান) হাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী ও যশোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলী আকবর। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ যশোরের সহকারী পরিচালক (ইঞ্জিন) সৈয়দ মেজবাহ উদ্দিন।
আলোচনা করেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি (২২৭) এর সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, নিরাপদ সড়ক চাই যশোরের সভাপতি সাদেকুর রহমান আজাদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান বলেন, আমাদের দেশে প্রতিবছর পাঁচ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ৫হাজার মানুষ। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন হাজার হাজার মানুষ। এই অনাহুত ঘটনা থেকে পরিত্রাণে সড়ক ব্যবহারকারীদের দক্ষ হতে হবে। তিনি এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে বেশি বেশি কাজ করতে সংশ্লিষ্টদের আহবান জানান। কর্মশালায় ১শ’ ১৫ জন চালককে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়
এ দিকে সকাল ১০টায় চৌগাছা সরকারি (প্রক্রিয়াধীন) কলেজে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। একইভাবে উপজেলার ৪৯টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দশটি কলেজ ও ২২টি মাদরাসায় আলোচনা সভা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























