অাকাশ জাতীয় ডেস্ক:
চা বাগান শ্রমিকদের নিয়ে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে গণসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন শিল্প সহায়ক কেন্দ্র মৌলভীবাজারের আয়োজেনে উপজেলার সাতগাঁও চা বাগানের নাচ ঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চা বাগানের বিপুল সংখ্যক নারী ও পুরুষ চা শ্রমিক অংশ নেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুশতাক হাসান মুহা. ইফতেখার।
বিসিক মৌলভীবাজারের প্রকল্প পরিচালক এএইচএম হামিদল হকের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাসিব সভাপতি সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, ডা: বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, ইঞ্জিনিয়ার শফিকুল হক, মোল্লা সল্ট কোম্পানীর সিনিয়র ম্যানেজার মাসুদ রানা, সহকারী ব্যবস্থাপক বাবুল হোসেন, সাতগাঁও চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম ও চা শ্রমিকের পক্ষে কান্তি লাল কৈরি।
বক্তারা ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত প্রায় কয়েক শতাধিক চা শ্রমিকদের মধ্যে আয়োডিনযুক্ত লবন ব্যবহারের সুফল ও কুফলের দিক তুলে ধরেন। এবং চা শ্রমিকদের আয়োডিনযুক্ত লবন না খেলে শাররীক বিকলাঙ্গ, দৃষ্টি প্রতিবন্ধিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য সকলকে আয়োডিনযুক্ত লবন ব্যবহারের জন্য আহবান জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























