অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী নগরীর মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শনিবার বেলা ১০টার দিকে প্রথমে মসজিদে আশ্রয় দেয়া হয় এবং পরে পুলিশে খবর দেয়া হলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসা করে খোঁজ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমান উল্লাহ।
স্থানীয় তুহিন নামের এক যুবক জানান, রোহিঙ্গা সন্দেহে আটক যুবকের নাম তৌসিফ (৩৪)। তার বাড়ি মিয়ানমারে বলে দাবি করেন তিনি। গত ২৩ দিন আগে তিনি বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর তিনি শনিবার সকালে রাজশাহী এসে পৌঁছেন। আটককৃত ওই যুবককে মেহেরচন্ডি মধ্যপাড়া জামে মসজিদে আপাতত আশ্রয় দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তৌসিফ সকাল ১০টার দিকে মেহেরচন্ডি পৌঁছান। এ সময় তিনি বৃষ্টিতে ভিজতে ছিলেন। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে মিয়ানমারের বাসিন্দা বলে দাবি করেন। সেখান থেকে দুই তিন আগে পালিয়ে এসেছেন বলেও দাবি করেন তৌসিফ বলে জানান তিনি।
এ দিকে বিষয়টি নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, তার নাম তিনি সঠিকভাবে বলতে পারছে না। তবে তিনি মিয়ানমারের বলে দাবি করেন। তার খোঁজ নেওয়া হচ্ছে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা সহকারী উপ-পরিদর্শক মিল্টন জানান, রোহিঙ্গা যুবকটির ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে সে কিভাবে এতোদূর এলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























