অাকাশ জাতীয় ডেস্ক
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রাহিমা আক্তার (২৫) সহ দুই জন নিহত হয়েছেন। অপরদিকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ নিহত হয়েছেন। তার বয়স ৪০ বছর।মহাখালী ও বনানী এলাকায় মঙ্গলবার রাত ৯ টার দিকে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।
নিহত রাহিমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল বাসেত শিকদারের মেয়ে। বর্তমানে সাভার এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) রাশেদ রানা জানান, মহাখালী এলাকায় রাত ৯টার দিক কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে রাহিমা নামের এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার কিছু সময় পরই বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতদের মরা দেহ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 

























