অাকাশ নিউজ ডেস্ক:
‘রক্তের বন্ধন’ বন্ডেজ অব ব্লাড এই স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মানব সেবা ব্লাড ব্যাংক (এমএসবিবি) নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে একটি রেস্ট্রুরেন্টে মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপিত মো. সুমন মল্লিক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম।

এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা নাসরিন রশিদ জলি, সদস্য মো. লিটন চৌধুরী, মো. হাফিজুর রহমান, রোস্তম আলী গোলদার, পারভিন আক্তার, সাজেদা আক্তার নিলীমা, ইসতিয়াক জামান চয়ন, সাফিয়া আহমেদ, পারভেজ মুন্সি ও সিপন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় রক্তের গুরুত্ব, রক্তদানে মানুষকে উৎসাহিত করা, সংগঠনের কার্যক্রম ও সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা করা হয়। ‘নিজে সুস্থ্য থাকব, অসুস্থ্য রোগীকে প্রয়োজনে রক্ত দেব’ বলে শপথ নেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি অসহায়, দরিদ্র ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা নাসরিন রশিদ জলি। তিনি সেবার ব্রত নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























