অাকাশ নিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাট উপজেলার গ্রামশিবপুর গ্রামের একটি বাড়ির শোবার ঘর থেকে ১২টি বাচ্চা গোখরা মারা হয়েছে। তবে মা গোখরাটি পালিয়ে গেছে বলে বাড়ির মালিক মেহেদি হাসান নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেদি হাসান জানান, গতকাল শুক্রবার দুপুরের পর হঠাৎ শোবার ঘরের দরজার কাছে একটি বাচ্চা গোখরা দেখে মারা হয়। এর একটু পর একই ঘরের খাটের নিচে আরেকটি বাচ্চা গোখরা দেখে সন্দেহ হলে পুরো ঘর খুঁজে ঘরের কোনায় একটি গর্ত থেকে ৬টি বাচ্চা গোখরা মারা হয়। এ ঘটনায় আতঙ্কে সারা রাত কেউ ঘুমাতে পারেনি।
শনিবার সকালে একই গর্ত থেকে একটি মা গোখরা দেখে ওঝাকে খবর দিয়ে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে সেখান থেকে আরো ৬টি বাচ্চা গোখরা মারা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত থেকেই খবর পেয়ে এলাকার উৎসুক জনতা মেহেদির বাড়িতে ভিড় জমাতে থাকে। এ দিকে শোবার ঘরে দফায় দফায় বাচ্চা গোখরা বের হওয়া ও মা গোখরাকে খুঁজে না পাওয়ায় সাপ আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি।
আকাশ নিউজ ডেস্ক 





















