অাকাশ নিউজ ডেস্ক:
বিপ্লবের মাধ্যম হিসেবে আরও একবার বেছে নেওয়া হল সোশ্যাল মিডিয়াকে। বিশ্ব জুড়ে প্রত্যেক মহিলাই জীবনে কখনও না কখনও যৌন হেনস্থার শিকার হয়েছেন। অনেকেই মুখ ফুটে বলতে পারেননি সেকথা। কেউ ভেবেছেন ‘বোধহয় আমারই ভুল’। আর প্রতিবাদ না করে থেমে গিয়েছেন। এবার এক বিশেষ উদ্যোগে সামিল হলেন সব মহিলা। Me Too হ্যাশট্যাগে প্রতিবাদ জানানো হচ্ছে ট্যুইটারে।
সম্প্রতি মার্কিন ফিল্ম প্রোডিউসার হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক বিশিষ্ট অভিনেত্রী। এরপরই সামনে আসে এই ইস্যু। ট্যুইটারে আবেদন করা হয়, যারাই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাঁদের প্রত্যেকে যেন তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। এরপরই একের পর এক ট্যুইট আসতে থাকে।
শুধুমাত্র সেলেব্রিটিরাই নন, বিভিন্ন দেশের বহু মহিলা তাঁদের অভিজ্ঞতা লিখেছেন। যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠেছেন সবাই
আকাশ নিউজ ডেস্ক 
























