অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীতে দিনের বেলা আর ময়লা অপসারণ করতে পারবে না সিটি করপোরেশনের কর্মীরা। এ কাজের জন্য রাতে সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। রাত দশটা থেকে ভোর ছয়টার মধ্যে ঢাকা সিটির সব ময়লা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনকে। একই সঙ্গে ময়লা অপসারণে ঢাকনাযুক্ত গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার এক ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আকাশ নিউজ ডেস্ক 
























